1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রী সম্পূর্ণার অকাল মৃত্যু, শিক্ষকের ফেসবুকে কান্নাভেজা স্মৃতি রাঙ্গুনিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত ছোট্ট মিমির শেষ সকাল দ্যা স্কলার্স ফোরাম রাঙ্গুনিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের নামে অপকর্মে সতর্ক থাকার আহ্বান ‘আওয়ামীলীগসহ ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে ‘ – জামায়াতের সমাবেশে বক্তারা সরফভাটায় অভিযানে বালু তোলার ড্রেজার জব্দ,লক্ষাধিক টাকা জরিমানা রাঙ্গুনিয়া মহিলা কলেজে এইচএসসিতে সাফল্যের সুবর্ণধারা অব্যাহত সুযোগ পেলে রাঙ্গুনিয়ায় আধুনিক ১০০ শয্যার হাসপাতাল হবে — ডা. এটিএম রেজাউল করিম ইয়াসিন আর ফিরবে না : মামার বাড়িতে পানিতে ডুবে মৃত্যু

দলীয় মনোনয়ন নিশ্চিত, জোটের মনোনয়নও পাবো—সাবেক এমপি নুরুল আলম

  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গণমিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
রোববার (২৬ অক্টোবর) বিকেলে রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে গণমিছিলটি কাপ্তাই সড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা সদরের ইছাখালি এলাকায় গিয়ে শেষ হয়।

গণমিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। মিছিলে নেতৃত্ব দেন এলডিপির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য নুরুল আলম।
ইছাখালি সদরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল আলম বলেন,
“খালেদা জিয়ার নেতৃত্বে যে দল বিএনপি, সেই দল এবং জোটের সঙ্গেই আমরা আছি। ২০১৮ সালের নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে আমি অংশ নিয়েছিলাম। আগামীর নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আমরা প্রত্যাশা করি। সেই নির্বাচনে রাঙ্গুনিয়াবাসীর স্পষ্ট রায়ে নুরুল আলমের নামও সম্পৃক্ত থাকবে—এটাই আমার কামনা।”
তিনি আরও বলেন, ‘ গণমিছিলের মাধ্যমে আমরা রাঙ্গুনিয়াবাসীকে জানিয়ে দিলাম, আমরা আছি, আমরা থাকবো, আগামীর নির্বাচনও আমরা করবো। এলডিপির দলীয় মনোনয়ন আমরা ইতিমধ্যে পেয়েছি, জোটের মনোনয়নও আমরা পাবো এই বিশ্বাস আমাদের আছে। গণমিছিলে আপনাদের ভালোবাসা ও সমর্থন আমরা অনুভব করেছি। আগামীর নির্বাচনে সেই সমর্থনই আমাদের প্রেরণা হয়ে থাকবে।”
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা এলডিপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলার আহ্বায়ক ফজলুল কাদের তালুকদার, সদস্য সচিব আহমদ কবির, যুগ্ম আহ্বায়ক আবু তাহের ও জোনাইদুল আলম চৌধুরী প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট