1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রী সম্পূর্ণার অকাল মৃত্যু, শিক্ষকের ফেসবুকে কান্নাভেজা স্মৃতি রাঙ্গুনিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত ছোট্ট মিমির শেষ সকাল দ্যা স্কলার্স ফোরাম রাঙ্গুনিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের নামে অপকর্মে সতর্ক থাকার আহ্বান ‘আওয়ামীলীগসহ ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে ‘ – জামায়াতের সমাবেশে বক্তারা সরফভাটায় অভিযানে বালু তোলার ড্রেজার জব্দ,লক্ষাধিক টাকা জরিমানা রাঙ্গুনিয়া মহিলা কলেজে এইচএসসিতে সাফল্যের সুবর্ণধারা অব্যাহত সুযোগ পেলে রাঙ্গুনিয়ায় আধুনিক ১০০ শয্যার হাসপাতাল হবে — ডা. এটিএম রেজাউল করিম ইয়াসিন আর ফিরবে না : মামার বাড়িতে পানিতে ডুবে মৃত্যু

রাঙ্গুনিয়ায় নিবেদন সংগীত একাডেমি ও শাপলা মুকুলের সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

শিশু-কিশোরদের মুখে আনন্দের হাসি, হাতে রঙিন ফুল, মঞ্চে সুরের মূর্ছনা— ঠিক এমন এক রঙিন বিকেলেই অনুষ্ঠিত হলো নিবেদন সংগীত একাডেমি ও শাপলা মুকুল খেলাঘর আসরের বার্ষিক সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫। শনিবার (২৫ অক্টোবর) দিনব্যাপি বিআইজেড স্কুলের মাঠ যেন হয়ে উঠেছিল এক প্রাণবন্ত মঞ্চ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইজেড বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার শীল। অতিথি ছিলেন রাঙ্গুনিয়া মহিলা কলেজ এর অধ্যক্ষ মো. ছরোয়ার ছালেক সিকদার। সিআরএস টিভির পরিচালক মো. সেলিম নূর, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী দেলোয়ার মজুমদার, খেলাঘর চট্টগ্রাম উত্তরজেলার সহসভাপতি রওশন আরা চৌধুরী, সাধারণ সম্পাদক শুভন সেন গুপ্ত, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. ইলিয়াছ তালুকদার। উপস্থিত ছিলেন অধ্যাপক অসীম কুমার শীল, প্রদীপ মল্লিক, উজ্জল তালুকদার, অঞ্জন চক্রবর্তী, কনক বড়ুয়া, গৌর ভবানী সাহা, রাতুল কুমার বৈদ্য, শুকলা আচার্য্যসহ আরও অনেকে।
সঞ্চালনায় ছিলেন আনোয়ারুল করিম রুশদী ও জুলিয়ানা ছাদেক সুমা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গিয়াসউদ্দিন আহমেদ কাজল, ডা. প্রভাত শীল, মো. শহিদুল্লাহ, অভিজিৎ বড়ুয়া, জয়শ্রী দেওয়ানজী, পুষ্পিতা দে, রিংকু বড়ুয়া, সুমি চক্রবর্তী ও পপি চক্রবর্তী।
শিল্পীদের উৎসবমুখর পরিবেশনা-

মঞ্চে যখন অনুশ্রী, অনন্যা, দেবশ্মিতা, অর্পিতা, শ্রীজিতা, পুষ্পিতা কিংবা দীপাশ্বী গান শুরু করে, তখন উপস্থিত দর্শকরা হাততালি দিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন। একের পর এক পরিবেশনায় শিশু ও কিশোর শিল্পীরা যেন প্রমাণ করলো— রাঙ্গুনিয়ার মাটিতে এখনও জীবন্ত আছে সংগীত, নৃত্য ও আবৃত্তির চর্চা।

ছোট্ট টাপুর, উৎসব, আদিত্য, রোহান বা মৌমিতাদের প্রাণবন্ত নাচ, ইচ্ছে বড়ুয়ার সংলাপ বা অধরার একক পরিবেশনা দর্শকদের চোখে এনে দেয় গর্ব আর আনন্দের ঝিলিক।

বড়দের পাশাপাশি ছোট্ট শিল্পীরাও একে একে অংশ নেয় সনদ গ্রহণে। হাতে সনদ, মুখে গর্বের হাসি— যেন ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার স্বপ্ন এঁকে দেয় তাদের চোখে।
সংস্কৃতিচর্চার ধারাবাহিকতা-

খেলাঘর আসর ও নিবেদন সংগীত একাডেমির এমন উদ্যোগ শুধু অনুষ্ঠান নয়— এটি এক সামাজিক প্রয়াস, যেখানে শিশু-কিশোররা শেখে ভালোবাসা, মানবতা ও সৃজনশীলতা।
সভাপতির বক্তব্যে রতন কুমার শীল বলেন,
“শিল্প-সংস্কৃতি আমাদের চেতনার মূলভিত্তি। এই আয়োজন শুধু প্রতিযোগিতা নয়, এটি শিশুদের আত্মপ্রকাশের মঞ্চ।”
অধ্যক্ষ ছরোয়ার ছালেক সিকদার তাঁর বক্তব্যে বলেন, “আজকের এই শিশুরাই আগামী দিনের সাংস্কৃতিক নেতৃত্ব দেবে— তাদের বিকাশের জন্য এমন উদ্যোগ সত্যিই অনুপ্রেরণাদায়ক।”
দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণ করে শতাধিক শিল্পী— অন্বেষা, অপরাজিতা, কাব্য, তুষ্টি, ইনতি, আফিফা, নদী, চিত্রা নন্দী, অনামিকা, তাজমিন প্রমুখের পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানমঞ্চ।
শেষে সুরের আবেশ-

দিন শেষে যখন একে একে সনদ তুলে দেওয়া হয়, তখন বাতাসে ভেসে আসে শিশুর গলায় গাওয়া দলীয় সংগীত—
“আমরা খেলাঘরের দিশারী, মানবতার গানে…”
সেই সুরে মিলেমিশে যায় রাঙ্গুনিয়ার বিকেল, মুখরিত হয়ে ওঠে সংস্কৃতির জয়গানে।

প্রতিবেদক- আব্বাস হোসাইন আফতাব

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট