
রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলার মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এ টি এম রেজাউল করিম বলেছেন,
“আগামী নির্বাচনে যদি আপনারা আমাকে সুযোগ দেন, রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হবে।”
রোববার (২৭ অক্টোবর) সকালে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় স্থানীয় জনগণ ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
ইছাখালি এলাকায় গণসংযোগকালে ডা. রেজাউল করিম বলেন, “দাঁড়িপাল্লা প্রতীক শুধু একটি নির্বাচনী প্রতীক নয়, এটি ন্যায়বিচার, সমতা ও সুশাসনের প্রতীক। আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অংশ নিন।”
গণসংযোগের সময় উপস্থিত ছিলেন
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাছান মুরাদ, নায়েবে আমির মাওলানা শওকত হোসেন, যুব বিভাগের সভাপতি সরোয়ার হোসেন, পৌরসভার সভাপতি মুহাম্মদ শাহ আলম, সহ-সভাপতি আ জ ম ওমর, সেক্রেটারি আবুল খায়ের,বায়তুল মাল সম্পাদক শওকতুল ইসলাম প্রমুখ।