
চলমান সময়ে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের নাম ব্যবহার করে বালুমহাল, সরকারি দপ্তর, ইটভাটাসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও অপকর্মের অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব কার্যক্রমের সঙ্গে পেশাদার কোনো সাংবাদিক বা রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সদস্যদের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
প্রেস ক্লাবের সভাপতি মো. ইলিয়াছ তালুকদার ও সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী এক যৌথ বিবৃতিতে বলেন, এই ধরনের বেআইনি কর্মকাণ্ডে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তারা সংশ্লিষ্ট সবাইকে এসব বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান এবং ক্লাবের নাম ব্যবহার করে কোনো অপকর্মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।