জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম উত্তরজেলা সমন্বয় কমিটিতে দায়িত্ব পেয়েছেন রাঙ্গুনিয়ার ছয়জন নেতা। এর মধ্যে দুজনকে যুগ্ম সমন্বয়কারী এবং বাকী চারজনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
গত ২৫ অক্টোবর দলটির মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
রাঙ্গুনিয়া থেকে চট্টগ্রাম উত্তরজেলায় দায়িত্ব পাওয়া নেতৃবৃন্দরা হলেন—, যুগ্ম সমন্বয়কারী: আসিফ উদ্দিন চৌধুরী ও আব্দুল করিম টিপু।
সদস্য: মো. কাইমুদ্দিন, আবুবকর সিদ্দিকী মোরশেদ, ওয়াহিদা পিংকি ও এনায়েত চৌধুরী।
উল্লেখ্য, অনুমোদন দেওয়া উত্তরজেলার ৩৫ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে রয়েছেন সাগুপ্তা বুশরা মিশমা। এছাড়া ৯ জন যুগ্ম সমন্বয়কারী ও বাকিদের সদস্য করে কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘোষিত এই কমিটি আগামী তিন মাস বা আহ্বায়ক কমিটি গঠিত না হওয়া পর্যন্ত বহাল থাকবে।