1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় কাল শনিবার “শান্তির পথে ম্যারাথন দৌড় ২০২৫” বিকল ট্রান্সফরমার বহনে কচ্ছপ গতি, তিন দিন ধরে যানজটে নাকাল কাপ্তাই সড়ক চট্টগ্রামের ভাষার গানকে বিশ্বে তুলে ধরতে চাই -সুব্রত রাঙ্গুনিয়ার ইউএনওর সাথে ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও রাঙ্গুনিয়ায় বৃহত্তর সুন্নী জোটের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি নেতার ভাইয়ের মৃত্যুতে শোক আলী আজগরের স্ত্রীর অসুস্থতায় দোয়া কামনা রাঙ্গুনিয়ায় নূরের আলো সুপার লীগ–২০২৫ এর উদ্বোধন

রাঙ্গুনিয়ার উন্নয়ন ও নীতি নির্ধারনে প্রবাসীদের সম্পৃক্ত করতে হবে: – এডভোকেট এম ইকবাল হাছান

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
রাঙ্গুনিয়ার উন্নয়ন, প্রবাসীদের অবদান, সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে এক প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে ‘রাংগুনিয়া র‍্যামিট্যান্স যোদ্ধা’ আয়োজিত অনলাইন সংলাপে। “Connect to the Rammitance Fighters” প্রতিপাদ্য নিয়ে “অনলাইন ডায়লগ: রাংগুনিয়া নিয়ে প্রবাসীদের ভাবনা” শীর্ষক এই ভার্চুয়াল অনুষ্ঠানটি ৩১ অক্টোবর ২০২৫ ইং তারিখে বাংলাদেশ সময় রাত ১০.০০ টায় অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত রাংগুনিয়ার প্রবাসীরা অনলাইনে যুক্ত হয়ে তাদের মতামত ও অভিজ্ঞতা ভাগাভাগি করেন।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন তরুণ প্রজন্মের রাজনীতিবিদ, গবেষক ও শিক্ষাবিদ এডভোকেট এম ইকবাল হাছান। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“বিভিন্ন দেশে রাংগুনিয়ার প্রায় চল্লিশ হাজারের বেশি প্রবাসী র‍্যামিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনীতিতে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, তেমনি তাঁরা নিজ এলাকার সামাজিক উন্নয়নেও অবদান রাখছেন। বার্ষিক আনুমানিক ৬০০–৭০০ কোটি টাকা রেমিট্যান্স আসে রাংগুনিয়ায়। রেমিট্যান্সের অর্থ স্থানীয় অর্থনীতির প্রায় ২৫% প্রবৃদ্ধি বজায় রাখে। শুধু পরিবারের জীবিকা নির্বাহ নয়, বরং রাংগুনিয়ার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও মানবিক কর্মকাণ্ডে প্রবাসীদের ভূমিকা প্রশংসনীয়। কিন্তু রাংগুনিয়ার রাজনৈতিক কিংবা সামাজিক নীতি নির্ধারনে এ বিশাল জনগোষ্ঠী মারাত্মকভাবে অবহেলিত। এখন প্রয়োজন তাঁদের অবদানকে প্রাতিষ্ঠানিকভাবে কাজে লাগিয়ে রাংগুনিয়ার জন্য একটি টেকসই উন্নয়ন পরিকল্পনা তৈরি করা।”

ডায়লগে সৌদি আরব, ওমান, দুবাই, কাতার, বাহরাইনসহ বিভিন্ন দেশে অবস্থানরত রাংগুনিয়ার প্রবাসী সংগঠক ও প্রতিনিধি অংশ নেন। তাঁরা প্রবাস জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, বিদেশে কর্মরত রাংগুনিয়ার মানুষ কঠোর পরিশ্রম করে নিজেদের পরিবার ও এলাকার উন্নয়নে অবদান রাখলেও তাঁরা নানা সমস্যা ও প্রশাসনিক জটিলতার মুখোমুখি হন। বিশেষ করে যাওয়া-আসা টিকেট বাণিজ্য, ভিসা জটিলতা, প্রবাসে আইনি সহায়তার অভাব, দেশে পরিবার কিংবা সম্পদের নিরাপত্তা, সন্তানদের শিক্ষা ও স্বাস্থ্য এবং দেশে ফিরে পুনর্বাসনের অনিশ্চয়তা নিয়ে তাঁদের দীর্ঘদিনের ভোগান্তি রয়েছে।

কাতার প্রবাসী মিজানুর রহমান ও এম এ শাকুরের সঞ্চালনায় এ ডায়লগে আলোচনা ও শুভেচ্ছা বিনিময় করেন- সৌদি প্রবাসী কবি ও লেখক আনোয়ার শাহাদাত হোসাইন, রাংগুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের সভাপতি খলিলুর রহমান, মহাসচিব দক্ষ সংগঠক এমরান হোসাইন পেয়ারু, রাংগুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ইউএই’র সভাপতি আবু মুসা, সাধারণ সম্পাদক আলম শাহ্, প্রবাসী চট্টগ্রাম সমিতি সংযুক্ত আরব আমিরাত সভাপতি কুরবান আলী সি আই পি, চন্দ্রঘোনা প্রবাসী ফ্রন্টের সাধারণ সম্পাদক মোরশেদ, বাহরাইন প্রবাসী কাইসার আলম, সৌদি প্রবাসী ইমাম উদ্দিন, ওমান প্রবাসী মোস্তফা রেজা, বকতিয়ার উদ্দিন, নুর মুহাম্মদ , মমতাজুল হক আজিজ, মুহাম্মদ ইউনুস , আরাফাত, দৌলত হোসেন, সেকান্দর আলম, এম আর মামুন, তৈয়ব, সাদ্দাম, সাইফুলসহ প্রবাসী প্রতিনিধিবৃন্দ।

আলোচনায় উঠে আসে – রাংগুনিয়া থেকে প্রতিবছর হাজার হাজার মানুষ কর্মসংস্থানের জন্য বিদেশে পাড়ি জমান। কিন্তু এই প্রবাসীরা প্রায়ই বিভিন্ন সমস্যায় পড়েন—যেমন পরিবার ও সম্পদের নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য, অদক্ষতা, তথ্যের অভাব, প্রশাসনিক ঝামেলা ও বিনিয়োগ অনিশ্চয়তা। এসব সমস্যাগুলো আলোচনা এবং নিরসনে কিছু বাস্তবমুখী পদক্ষেপের প্রস্তাব করা হয় সংলাপে—
🔹 ১. প্রবাসী সেবা ও সহায়তা কেন্দ্র স্থাপন-
রাংগুনিয়ার প্রতিটি ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে একটি করে “প্রবাসী সেবা কেন্দ্র” স্থাপন করা যেতে পারে, যেখানে রেমিট্যান্স, ভিসা, আইনি পরামর্শ ও পুনর্বাসন সংক্রান্ত সহায়তা এক জায়গা থেকে পাওয়া যাবে। এতে প্রবাসী ও তাঁদের পরিবারের ঝামেলা অনেক কমবে।
🔹 ২. দক্ষতা উন্নয়ন ও ভাষা প্রশিক্ষণ কেন্দ্র-
রাংগুনিয়াতে একটি আধুনিক টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (TTI) গড়ে তোলা হলে তরুণরা বিদেশে দক্ষ পেশায় যুক্ত হতে পারবেন এবং রেমিট্যান্সের পরিমাণও বাড়বে।
🔹 ৩. প্রবাসী তথ্যভান্ডার (Database) তৈরি-
উপজেলার প্রতিটি ইউনিয়নভিত্তিক প্রবাসীদের তথ্য সংরক্ষণ করে একটি “রাংগুনিয়া প্রবাসী ডাটাবেজ” তৈরি করলে সরকার, প্রশাসন ও প্রবাসী সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় সহজ হবে এবং জরুরি সহায়তা দ্রুত পৌঁছানো সম্ভব হবে।
🔹 ৪. প্রবাসী বিনিয়োগ সহায়তা সেল-
অনেক প্রবাসী দেশে ফিরে ব্যবসা শুরু করতে চান কিন্তু নির্ভরযোগ্য সহায়তা না পেয়ে ব্যর্থ হন। এজন্য একটি “প্রবাসী বিনিয়োগ সহায়তা সেল” গঠন করা যেতে পারে, যা প্রবাসীদের নিরাপদ বিনিয়োগ, ক্ষুদ্র উদ্যোক্তা প্রকল্প, কৃষি বা পর্যটন খাতে উদ্যোগ নিতে সহায়তা দেবে।
🔹 ৫. আইনি ও দূতাবাস সহায়তা জোরদার-
বিদেশে কোনো সমস্যা দেখা দিলে রাংগুনিয়ার প্রবাসীরা দূতাবাসের সঙ্গে যোগাযোগে বাধার সম্মুখীন হন। এজন্য রাংগুনিয়া প্রবাসী সংগঠনগুলোর সঙ্গে দূতাবাস ও কনস্যুলেটের নিয়মিত সমন্বয় সভা এবং লিগ্যাল এইড টিম গঠন করা জরুরি।
🔹 ৬. প্রবাসী পরিবার কল্যাণ ফোরাম-
প্রবাসীরা দীর্ঘদিন পরিবার থেকে দূরে থাকায় পরিবারগুলো অনেক সময় মানসিক ও সামাজিক সমস্যায় পড়ে। এজন্য উপজেলা প্রশাসন ও স্থানীয় সংগঠনের সহায়তায় একটি “প্রবাসী পরিবার কল্যাণ ফোরাম” গঠন করে তাদের মানসিক ও সামাজিক সহায়তা নিশ্চিত করা যেতে পারে।
🔹 ৭. ডিজিটাল যোগাযোগ ও অংশগ্রহণ-
অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত “রাংগুনিয়া প্রবাসী ফোরাম” মিটিং আয়োজন এবং ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ডিজিটাল মতামত সংগ্রহব্যবস্থা চালু করা যেতে পারে, যাতে প্রবাসীরা উন্নয়ন পরিকল্পনায় সরাসরি মতামত দিতে পারেন।
🔹 ৮. রেমিট্যান্স উৎসাহমূলক স্কিম
অনেকে ব্যাংকের পরিবর্তে হুন্ডি মাধ্যমে টাকা পাঠান, ফলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় ব্যাংকগুলোতে “রাংগুনিয়া প্রবাসী সেভিংস স্কিম” চালু করে বোনাস, সম্মাননা ও পুরস্কারের ব্যবস্থা করলে বৈধ চ্যানেল ব্যবহার উৎসাহিত হবে।

অনলাইন ডায়লগে বক্তারা আরও বলেন, প্রবাসীদের রেমিট্যান্সই অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাই এই অবদানকে স্বীকৃতি দিতে এবং তাঁদের সমস্যার টেকসই সমাধানে সরকার, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রবাসী সংগঠনের মধ্যে সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি।

আলোচনার একপর্যায়ে প্রবাসীরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, “রাংগুনিয়া আমাদের শিকড়। আমরা দূরে থাকলেও মন সবসময় এখানেই পড়ে থাকে। এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে আমরা একসাথে কাজ করতে চাই।”এই সংলাপের মাধ্যমে “স্বনির্ভর, ঐক্যবদ্ধ ও প্রবাসীবান্ধব রাংগুনিয়া” গড়ে তোলার আশা প্রকাশ করা হয়।

প্রবাসীদের এমন ইতিবাচক উদ্যোগ রাংগুনিয়ার উন্নয়ন ভাবনায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। অনলাইন ডায়ালগের আয়োজক ‘রাংগুনিয়া র‍্যামিট্যান্স যোদ্ধা’ জানায়, ভবিষ্যতে রেমিট্যান্স সংশ্লিষ্ট বিষয়ে নিয়মিতভাবে এ ধরনের সংলাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

পরিশেষে প্রবাসীবান্দব রাংগুনিয়া গড়ে তুলতে প্রবাসীবান্দব জনপ্রতিনিধি অপরিহার্যতা তুলে ধরা হয়। তরুণ প্রজন্মের জনপ্রিয় রাজনীতিবিদ এডভোকেট এম ইকবাল হাছানের আহবানে প্রবাসীরা ঐক্যবদ্ধভাবে রাংগুনিয়ার জন্য একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আশা করা হয় প্রবাসীরা ত্যাগ, পরিশ্রম ও অবদানকে মূল্যায়ন করে প্রাতিষ্ঠানিক সেবা ও অংশগ্রহণ নিশ্চিত করা গেলে রাংগুনিয়া হতে পারে বাংলাদেশের একটি “মডেল প্রবাসী উপজেলা”।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট