ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সকালে রাঙ্গুনিয়া উপজেলা মডেল মসজিদ সভা কক্ষে ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গুনিয়া কার্যালয়ের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় কিরআত, আযান, হামদ, নাত, রচনা, উপস্থিত বক্তব্য ও কবিতা আবৃত্তি বিষয়ে উপজেলা পর্যায়ে শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের রাঙ্গুনিয়া উপজেলা ফিল্ড সুপারভাইজার হাফেজ মাওলানা মুহাম্মদ আবু তাহের। অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের কাজী মোহাম্মদ জহুরুল ইসলাম, মুহাম্মদ দিদারুল আলম, মুহাম্মদ আরিফুর রহমান রাশেদ, সৈয়দ মনিরুদ্দোজা,
হাফেজ শাহ আলম, রহমত উল্লাহ, হাফেজ আলমগীর আবদুর রহিম ও মাওলানা আবদুর কাদের প্রমুখ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
উপজেলায় যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন, তারা জেলা পর্যায়ে অনুষ্ঠিত পরবর্তী ধাপে অংশগ্রহণ করবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।