1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় সুন্নি নূরানি মাদরাসা পরিদর্শন করলেন নূরানি বোর্ড চেয়ারম্যান রাঙ্গুনিয়ায় হুম্মাম চৌধুরী বিএনপির প্রার্থীর ঘোষণায় উল্লাস-মিছিল রাঙ্গুনিয়ায় ভূমি সেবার মান উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এসিল্যান্ড নিজের টাকায় মানুষের পথ সহজ করলেন কামাল এনসিপি চট্টগ্রাম উত্তরের দায়িত্ব পেলেন রাঙ্গুনিয়ার ছয় নেতা এনসিপি চট্টগ্রাম উত্তরের দায়িত্ব পেলেন রাঙ্গুনিয়ার ছয় নেতা রাঙ্গুনিয়ার উন্নয়ন ও নীতি নির্ধারনে প্রবাসীদের সম্পৃক্ত করতে হবে: – এডভোকেট এম ইকবাল হাছান রাঙ্গুনিয়ায় যুবককে বিবস্ত্র করে নির্যাতন ও চাঁদা আদায়ের ঘটনায় তিনজন গ্রেফতার, একজন পলাতক রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে এক সপ্তাহে ৫ শিশু ও ১ তরুণের মৃত্যু, প্রতিকার কী?

রাঙ্গুনিয়ায় ভূমি সেবার মান উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এসিল্যান্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলার ভূমি সেবার কার্যক্রমে স্বচ্ছতা ও মানোন্নয়ন নিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দেবব্রত দাশ।
সোমবার বিকেলে রাঙ্গুনিয়া পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় প্রশাসন ও সাংবাদিকরা এক মঞ্চে এসে আলোচনা করেন বিভিন্ন সমস্যা, জনভোগান্তি ও সেবা কার্যক্রমের উন্নয়ন বিষয়ে।

এসিল্যান্ড দেবব্রত দাশ সভায় বলেন,
“ইটভাটা, বালু উত্তোলন ও মাটিকাটাসহ বিভিন্ন বিষয়ে আমরা নিয়মিত কাজ করছি। নিয়মবহির্ভূত কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা,জেল ও জরিমানা নেওয়া হচ্ছে। সামনে মাটি কাটার কিছু বিষয় আসতে পারে, সে বিষয়ে আমরা তৎপর রয়েছি।”

তিনি আরও যোগ করেন, সাংবাদিকরা প্রশাসনের চোখ ও কান হিসেবে কাজ করলে জনসেবা আরও কার্যকর করা সম্ভব হবে।

সভায় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আলী, পান্থনিবাস বড়ুয়া, শান্তি রঞ্জন চাকমা, সহসভাপতি আব্বাস হোসাইন আফতাব, যুগ্ম সম্পাদক এম. এ. মতিন, সাংবাদিক জগলুল হুদা,অর্থ সম্পাদক মোয়াজ্জেম হোসেন কায়সার, দপ্তর সম্পাদক আরিফুল হাসনাত, ইসমাঈল হোসেন নয়ন, মুবিন বিন সোলাইমান, জাহেদ হাছান তালুকদার, মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম ও ফাহিম শাহরিয়ার উপস্থিত ছিলেন।

সাংবাদিকরা সভায় রাঙ্গুনিয়ার অবকাঠামোগত সমস্যা, জনভোগান্তি, ভূমি সংক্রান্ত বিষয় এবং বিভিন্ন সেবা কার্যক্রমের মান উন্নয়নের পরামর্শ দেন।
সভা থেকে উঠে আসে একটি স্পষ্ট বার্তা—সাংবাদিক ও প্রশাসনের যৌথ উদ্যোগে রাঙ্গুনিয়ার ভূমি সেবা আরও স্বচ্ছ, দ্রুত ও মানুষের উপযোগী হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট