
সুন্নি নূরানি বোর্ড বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জুবাইর রজবি সোমবার (৩ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত রাঙ্গুনিয়া (মধ্যম) বোর্ড কর্তৃক পরিচালিত বিভিন্ন মাদরাসা পরিদর্শন করেছেন। সকালে তিনি রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত সৈয়দবাড়ি সুন্নি নূরানি একাডেমি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সুন্নি নূরানি বোর্ড এর রাঙ্গুনিয়া উপজেলার কেন্দ্র পরিচালক মোহাম্মদ আবু তৈয়ব, আলেমেদ্বীন মঈন উদ্দিন সিকদার, সৈয়দবাড়ি সুন্নি নূরানি একাডেমির পরিচালক মাওলানা সাখাওয়াত হোসাইন তৈয়্যবী, মো. নেজাম উদ্দিন, মো. কাউসার হোসাইন ও আব্বাস হোসাইন প্রমুখ।
মাদরাসা পরিদর্শনে  তিনি শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের অগ্রগতি ও মাদরাসার সার্বিক পরিবেশ পর্যালোচনা করেন ও সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শন শেষে আল্লামা জুবাইর রজবি বলেন,  “সুন্নি নূরানি বোর্ড ইসলামী শিক্ষার বিস্তারে দেশের সর্বত্র কাজ করছে রাঙ্গুনিয়ার প্রতিষ্ঠানগুলোও এই ধারাকে শক্তিশালী করছে।”