চট্টগ্রাম প্রতিনিধি
বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরামের চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) চট্টগ্রাম কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে এই সম্মেলন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কলেজের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আরিফুর রহমান।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরামের সভাপতি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. শাহ মুহাম্মদ আবদুর রাহীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আইয়ুব নূরী, আইআইইউসি-এর আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহম্মদ আবুল কালাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ কুতুব উদ্দিন এবং ফোরামের প্রধান সমন্বয়ক উপাধ্যক্ষ মো. আবদুর রহমান।
সম্মেলন শেষে চট্টগ্রাম বিভাগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে চট্টগ্রাম কলেজের ড. মুহাম্মদ আরিফুর রহমানকে সভাপতি, রাঙ্গুনিয়া সরকারি কলেজের ড. মুহাম্মদ আবদুল মাবুদকে সাধারণ সম্পাদক এবং কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন কলেজের সহকারী অধ্যাপক ড. মুহিবুল হককে সাংগঠনিক সম্পাদক করা হয়। কমিটিতে মোট ৭৭ জন সদস্য রয়েছেন।