
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এ চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর প্রার্থী হিসেবে অ্যাডভোকেট ইকবাল হাসান এর নাম ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার মরিয়মনগর চৌমুহনীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলার বর্ধিত সভায় এ ঘোষণা দেওয়া হয়। এর আগে স্থানীয় পর্যায়ে দলীয় নেতা–কর্মীরা তাঁর নামে প্রচারণা চালালেও, এবার আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা হয় ।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা সভাপতি মুহাম্মদ করিম উদ্দীন হাছান। যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ শাওন এর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য পীরজাদা মাওলানা গোলামুর রহমান আশরফ শাহ। প্রধান অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য এম সোলায়মান ফরিদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রচার সচিব মাস্টার আবুল হোসেন, আইন বিষয়ক সচিব ও সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এম ইকবাল হাসান, চট্টগ্রাম উত্তরজেলা ইসলামী ফ্রন্টের সহসভাপতি অধ্যাপক জামাল উদ্দীন, উপজেলা উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা জরিফ আলী আরমান, আ ন ম নাজমুল হোনাইন নঈমী, ড. মাওলানা নাছির উদ্দীন তৈয়্যবী, মাওলানা ইলিয়াছ আহমদ নঈমী, এবং চট্টগ্রাম উত্তরজেলার সাংগঠনিক সম্পাদক মীর মুহাম্মদ হাবিবুল্লাহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ইসলামী ফ্রন্ট ধর্ম নিয়ে ভোটের ব্যবসা করে না, বরং ধর্মীয় মূল্যবোধ জাগিয়ে তুলতে রাজনীতি করে।
তাঁরা বলেন, “আমরা কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিই না, আবার রোজা–পূজা এক সমানও করি না। সন্ত্রাস, চাঁদাবাজি বা মাদক ব্যবসার রাজনীতি নয়, আমাদের রাজনীতি রাঙ্গুনিয়ার মাটি ও মানুষের কল্যাণের রাজনীতি।”
বক্তারা আশা প্রকাশ করেন, রাঙ্গুনিয়ার জনগণ আসন্ন নির্বাচনে ব্যালটে মোমবাতি প্রতীককেই বেছে নেবে।