
রাঙ্গুনিয়ার রাজাভূবন উচ্চ বিদ্যালয়ে ক্লাস নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি বিভিন্ন শ্রেণিকক্ষে পাঠদান করেন। শিক্ষার্থীরা প্রশাসনের একজন কর্মকর্তাকে সরাসরি ক্লাস নিতে দেখে আনন্দে উৎসাহিত হয়ে ওঠে।
ইউএনও প্রথমে দক্ষিণ রাজানগর ইউনিয়নের খন্ডলিয়াপাড়া রুকুনুল ইসলাম মাদরাসা পরিদর্শন করেন। পরে রাজাভূবন উচ্চ বিদ্যালয়ে গিয়ে নবম ও দশম শ্রেণির ইংরেজী ক্লাস নেন। শিক্ষার্থীদের লেখার ধরন, উচ্চারণ, পাঠাভ্যাস ও ক্লাসে অংশগ্রহণ তিনি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেন।
ইউএনও কামরুল হাসান বলেন, “শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রযুক্তি, পরিচ্ছন্নতা ও সৃজনশীলতার চর্চাও শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ।” এ ছাড়া তিন মাস অন্তর দেয়ালিকা প্রকাশ এবং পরিষ্কার–পরিচ্ছন্নতা কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার পরামর্শও দেন তিনি।
উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা বলেন, “ইউএনও স্যার শুধু অফিসের মধ্যে সীমাবদ্ধ নন, মাঠে নেমে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান। এতে শিক্ষক–শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়। এটি নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।”
শিক্ষার্থীরা জানায়, প্রশাসনের একজন কর্মকর্তা ক্লাসে এসে পাঠদান করায় তাদের পড়াশোনার আগ্রহ আরও বেড়েছে।
রাজাভূবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলম বলেন, “গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের মাঝে এমন উদ্দীপনা ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ ব্যতিক্রমী ভূমিকা রাখে। ইউএনও কামরুল হাসানের এই কার্যক্রম প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে নতুন সেতুবন্ধন তৈরি করছে।”