আব্বাস হোসাইন আফতাব : রাঙ্গুনিয়ায় মানবতার আলো ছড়িয়ে পথচলা শুরু হয়েছিল আট বছর আগে, ' রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংক’ নামের একদল তরুণ স্বেচ্ছাসেবীর হাত ধরে। আজ সেই সংগঠন রক্তদান থেকে শুরু করে জরুরি মেডিকেল সহায়তা, অসহায়দের পাশে দাঁড়ানোসহ বহু কার্যক্রমে রাঙ্গুনিয়ার মানুষের আস্থার নাম। এই দীর্ঘ মানবিক যাত্রার ৮ম বর্ষপূর্তি পালিত হলো শনিবার (১৫ নভেম্বর) রাঙ্গুনিয়া পৌরসভা অডিটোরিয়ামে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে। সকাল ১০ টায় দোয়া মাহফিল ও প্রয়াত সদস্যদের স্মরণে আলোচনা দিয়ে দিনের সূচনা হয়। এরপর মানবতার শোভাযাত্রায় অংশ নেন সংগঠনের শতাধিক সদস্য, রক্তদাতা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের হাতে ছিল মানবসেবা, রক্তদান, স্বেচ্ছাশ্রম ও একতা নিয়ে লেখা নানা ব্যানার। এরপর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। তাদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও অনুপ্রেরণামূলক উপহার তুলে দেওয়া হয়। তরুণদের মানবসেবা ও সমাজ গঠনে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয় এ পর্বে। ৮ বছরের পথচলায় যারা প্রতিটি কঠিন সময়ের সঙ্গী ছিলেন সে সব নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীদের হাতে তুলে দেওয়া হয় আরবিবি বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড। এ সম্মাননা পুরো হলজুড়ে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানে বিভিন্ন এলাকার অনাথ, এতিম ও অসহায় শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। মানবসেবার এই ধারাবাহিকতা সংগঠনের অন্যতম পরিচয় হিসেবে উপস্থিত বক্তারা উল্লেখ করেন।
এর আগে ছিল ফ্রি চিকিৎসা সেবা ও ব্লাড গ্রুপ চেক-আপ বুথ। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া থানার অফিসার ইন-চার্জ এ টি এম. শিফাতুল মাজদার।
সভাপতিত্ব করেন খ্রীস্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার পরিচালক ডা. প্রবীর খিয়াং।
উদ্বোধক ছিলেন ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন লিডার জাহেদুল ইসলাম।
সঞ্চালনা করেন হাবিবুর রহমান হাবীব।
বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার,সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী, ব্যবসায়ী
মাহবুবুল আলম সিকদার,রেজাউল করিম, সাংবাদিক শান্তি রঞ্জন চাকমা, আব্বাস হোসাইন আফতাব,জগলুল হুদা প্রমুখ।
আলোচনায়য় বক্তারা বলেন, “রক্তদান মানবতার সর্বোচ্চ প্রকাশ। রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংক এ অঞ্চলে মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। তরুণদের এ ঐক্য ও দায়িত্ববোধ আগামী দিনে রাঙ্গুনিয়াকে আরও শক্তিশালী করবে।”
বিকেলে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের পর কেক কেটে মূল অনুষ্ঠান সম্পন্ন হয়। পরে কাওয়ালি সন্ধ্যার আয়োজন করা হয়। এর আগে ২০২৫–২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। নির্বাচিতরা হলেন- আহ্বায়ক: মোহাম্মদ ওসমান গনি, যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দীন, উম্মে হাবিবা, রাশেদ ফয়সাল, সদস্য সচিব: মো. ইমন হোসেন, সহকারী সদস্য সচিব সাইমা সুলতানা।
রাঙ্গৃনিয়া ব্লাড ব্যাংকের ৮ ম বর্ষপূর্তি শুধু একটি অনুষ্ঠান নয়, এটি মানবতার প্রতি নিবেদিত হাজারো তরুণের উদ্দীপনা, ভালোবাসা ও প্রতিশ্রুতির প্রতীক। রক্তের বিনিময়ে জীবন বাঁচানোর এই আন্দোলন আগামী দিনেও আরও বিস্তৃত হোক,এমন প্রত্যাশাই ছিল উপস্থিত সবাইয়ের কণ্ঠে।