
রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আয়োজনে মরিয়মনগরের একটি কমিউনিটি সেন্টারে সোমবার (১৭ নভেম্বর) বিকেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী, চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সাবেক সদস্য অধ্যাপক আজম খান, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাত, সাবেক আহ্বায়ক নবাব মিয়া চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, পৌরসভা বিএনপির আহ্বায়ক মাহবুব ছাফা, সদস্য সচিব আবদুল সালাম, মুজিবুল আলম, ওসমান গণি, আবদূর রাজ্জাক প্রমুখ।
সভায় অধ্যাপক কুতুব উদ্দিন বাহার বলেন,
“দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। ধানের শীষের প্রতীককে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দলের উর্ধ্বে কেউ নয়—তাই চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সবাইকে অপেক্ষা করতে হবে।