রাঙ্গৃনিয়ার প্রথম সংসদ সদস্য ক্যাপ্টেন ডা. মুহাম্মদ আবুল কাশেমের ভাই মরহুম আব্দুল মালেক সওদাগরের পুত্র মরহুম মাহবুব আলমের সহধর্মিণী জয়নাব বেগম (৬০) ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ১ কন্যা এবং নাতি–নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমা ছিলেন হযরত আবু বক্কর সিদ্দিক (রাঃ) স্মৃতি পাঠাগারের দাতা সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক কায়ছার আলমের মা।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চন্দ্রঘোনা ফকিরপাড়া হযরত আবু বক্কর সিদ্দিক (রাঃ) স্মৃতি পাঠাগারের সভাপতি ক. ম. ফ. মুহাম্মদ ইকবাল হোসাইন, সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম এবং অর্থ সম্পাদক মুহাম্মদ আবু বক্করসহ পাঠাগারের অন্যান্য নেতৃবৃন্দ।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।