সাবেক মন্ত্রী ও রাঙ্গুনিয়ার এমপি সালাউদ্দিন কাদের চৌধুরীর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সৌদি আরবের মক্কায় দোয়া ও তবরুক বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর)
চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদল এর সাবেক সহ সম্পাদক মোহাম্মদ জীবন সিকদার এর উদ্যোগে ও পৌরসভা ছাত্রদল নেতা মোহাম্মদ হাসান মুরাদ ও মোহাম্মদ শহীদুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় দোয়ার পর উপস্থিতিদের মাঝে তবরুক বিতরণ করা হয়। মোনাজাতের মাধ্যমে সালাহউদ্দিন কাদের চৌধুরীর রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাঁর সন্তান রাঙ্গুনিয়ায় বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হুমাম কাদের চৌধুরীর সফলতা কামনায় বিশেষ দোয়া করা হয়।