1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ার সাংবাদিক এম এ কোরেশীর মৃত্যুবার্ষিকী সোমবার রাঙ্গুনিয়ায় বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ১৬০০ শিক্ষার্থী রাঙ্গুনিয়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অনির্বাণ সংঘ দল চ্যাম্পিয়ন রাঙ্গুনিয়ায় জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির ভিডিও চিত্র প্রদর্শনী শুরু রাঙ্গুনিয়ায় নবাগত শিক্ষা কর্মকর্তাকে বরণ সালাউদ্দিন কাদের চৌধুরীর দশম মৃত্যুবার্ষিকীতে মক্বায় দোয়া মাহফিল রাঙ্গুনিয়ায় সাবেক এমপির ভাইয়ের পুত্রবধূর ইন্তেকালে শোক বই-খাতা ভরা স্বপ্ন নিয়ে পথে নামা ছেলেটি আর ফিরলো না বাড়ি রাঙ্গুনিয়ায় অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো তিন অবৈধ ইটভাটা বুদ্ধির লড়াই, কৌশলের আয়োজন: রাঙ্গুনিয়ায় দাবার রঙিন বিকেল

রাঙ্গুনিয়ায় জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির ভিডিও চিত্র প্রদর্শনী শুরু

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরীকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে গত ১৭ বছরে আওয়ামী দুঃশাসনের সময়ে চৌধুরী পরিবারের ওপর সংঘটিত অমানবিক নির্যাতনের একটি সচিত্র প্রতিবেদন এবং আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে নির্মিত ভিডিওচিত্র প্রদর্শন করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রোয়াজারহাট বাজারে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ছাড়াও স্থানীয় সাধারণ মানুষ ব্যাপক উৎসাহ নিয়ে অংশ নেন।

নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে চৌধুরী পরিবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলেও সেই বাস্তব চিত্র তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়নি। তাই ভিডিও প্রতিবেদনের মাধ্যমে গত দুই দশকের নির্যাতন, হামলা, হয়রানি ও বিভীষিকাময় ঘটনাগুলো উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম-৭ আসনে বিএনপির প্রার্থী হিসেবে হুম্মাম কাদের চৌধুরীর যোগ্যতা, রাজনৈতিক ভূমিকা ও সাম্প্রতিক কার্যক্রমও আলোচনায় আনা হয়।

প্রদর্শনীতে বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকারের দুঃশাসন ও রাজনৈতিক প্রতিহিংসায় চৌধুরী পরিবার বছরের পর বছর নিপীড়িত হয়েছে। তাদের মতে, জনগণ এই অন্যায়ের জবাব নির্বাচনের মাধ্যমে দিতে প্রস্তুত।

ভিপি আনছুর উদ্দিন বলেন, ভিডিও চিত্র নিয়ে স্থানীয় দোকানপাট ও পথচারীদের মাঝেও ছিল ব্যাপক আগ্রহ। অনেকেই পুরো ভিডিওচিত্র মনোযোগ দিয়ে দেখেন এবং বিভিন্ন মতামত প্রকাশ করেন।

প্রদর্শনী শেষে দেশের চলমান রাজনৈতিক অবস্থা, রাঙ্গুনিয়ার সামগ্রিক উন্নয়ন সম্ভাবনা এবং আগামী দিনের দিকনির্দেশনা নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট