
রাঙ্গুনিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লিপি রানী গোপ–কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, রাঙ্গুনিয়া উপজেলা শাখা।
বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি রনজিত দত্ত, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসাইন, উপদেষ্টা প্রদীপ কুমার নন্দী ও মো. আক্কাস, সিনিয়র সহ-সভাপতি দীপন বৈষ্ণব ও বেগম ফাতেমা নাসরিন নুর, সহ-সভাপতি খালেদা বেগম, শায়লা শরমিন, রঞ্জন কুমার বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পম্পি দেবী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোমা দাশসহ সমিতির অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা নবাগত ইউএপিও লিপি রানী গোপের প্রতি অভিনন্দন জানান এবং রাঙ্গুনিয়ার প্রাথমিক শিক্ষা খাতকে আরও সমৃদ্ধ করতে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।