রাঙ্গুনিয়ার ব্যতিক্রমধর্মী সামাজিক ও মানবিক পেশাজীবী সংগঠন আতিক্ব্যা' আড্ডা’ প্রথমবারের মতো ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর মেগা ফাইনাল উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করেছে। ফাইনাল খেলায় মুখোমুখি হয় আতিক্ক্যা আড্ডা ফুটবল টিম বনাম অনির্বাণ সংঘ। উত্তেজনাপূর্ণ খেলায় ২–০ গোলের ব্যবধানে জয় লাভ করে অনির্বাণ সংঘ।
টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল সমাজে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে সচেতনতা তৈরি করা এবং যুবসমাজকে ক্রীড়ার মাধ্যমে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করা। আড্ডা প্রতিষ্ঠালগ্ন থেকেই সামাজিক ও মানবিক উদ্যোগে সক্রিয় ভূমিকা রেখে আসছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ানুরাগী নুরুল হক মাস্টার,মো. নাজিম উদ্দিন, আনোয়ার হোসেন, এসকান্দর মিঞা, প্রদীপ মুৎসুদ্দী, মো.নুরুল আমিন, মাহাবুবুল আলম সিকদার, আব্বাস হোসাইন আফতাব প্রমুখ। এছাড়া সংগঠনের সকল সদস্য, স্থানীয় তরুণ, ক্রীড়াপ্রেমী এবং গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা, উৎসাহ এবং উপস্থিতি প্রমাণ করেছে যে ক্রীড়া শুধু বিনোদন নয়,সামাজিক ঐক্য, সৌহার্দ্য ও মাদকবিরোধী আন্দোলনে শক্তিশালী ভূমিকা রাখতে পারে।