
রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও সিনিয়র সাংবাদিক এম এ কোরেশী শেলু এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আগামী সোমবার (২৪ নভেম্বর) পালন হবে। এ উপলক্ষে পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেস ক্লাব দোয়া মাহফিলের আয়োজন করেছে।
উপজেলার চন্দ্রঘোনা–কদমতলি ইউনিয়নের মালেক সওদাগর বাড়ি এলাকার প্রয়াত এম এ কোরেশী শেলু দৈনিক ভোরের কাগজ, দেশ রূপান্তরসহ বিভিন্ন জাতীয় দৈনিকে দীর্ঘদিন কাজ করেছেন।
মফস্বল সাংবাদিকতায় দীর্ঘ কর্মজীবনে সাহসিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের জন্য তিনি সহকর্মীদের মাঝে বিশেষভাবে পরিচিত ছিলেন।