চট্টগ্রামের আন্তঃকলেজ ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালে রাঙ্গুনিয়া সরকারি কলেজ ১–০ গোলে আনোয়ারা মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজকে পরাজিত করে ফাইনালে উঠেছে।
মঙ্গলবার(২৫ নভেস্বর) বিকেলে চট্টগ্রাম নগরের সরকারি শারিরীক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ম্যাচে একমাত্র গোলটি করেন দলের খেলোয়াড় ইশতিয়াজ উদ্দিন রাফি।
দলের টিম ম্যানেজার শিক্ষক মোতাহের হোসেন জানান, “ছেলেরা শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। তাদের কঠোর পরিশ্রমের ফল এই জয়।”
অধিনায়ক ওমর কাইছার বলেন, “ফাইনালে আমরা আরও ভালো কিছু উপহার দিতে চাই।”
উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্বাস হোসাইন আফতাব ও ইকবাল আহমেদ বেলাল বলেন, “রাঙ্গুনিয়ার ফুটবলে এটা বড় অর্জন। দলটি খুব গোছানো ফুটবল খেলেছে।”
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. কামরুল হাসান বলেন,
“রাঙ্গুনিয়া সরকারি কলেজের এই জয় আমাদের উপজেলার জন্য গর্বের। তরুণেরা খেলাধুলায় এগিয়ে এলে সমাজও এগিয়ে যায়। ফাইনালে দলের জন্য রাঙ্গুনিয়ার সবার শুভকামনা।”