সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নূরের আলো যুব একতা সংঘ'র সাধারন সম্পাদক নাজমুল আমিন তারেক এর পিতা ও রাঙ্গুনিয়া মহিলা কলেজের অফিস সহকারী মো.নুরুল আমিন (৫৬) ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহে...রাজিউন)। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে ও অসংখ্য আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। একইদিন বাদে মাগরিব রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর সৈয়দবাড়ি এলাকায় জানাজা শেষে তার লাশ দাফন করা হয়। নুরুল আমিন এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাঙ্গুনিয়া মহিলা কলেজ ও নূরের আলো যুব একতা সংঘ।