সকালের মিষ্টি রোদে আলো যেন একটু বেশি উজ্জ্বল লাগছিল উপজেলা পরিষদ মিলনায়তন। কারণ দিনটা ছিল রাঙ্গুনিয়া সরকারি কলেজ ফুটবল দলের। জেলা পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ফেরার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে অভিনন্দিত হচ্ছে তারা। পুরো পরিবেশে ছিল গর্ব, আনন্দ আর ভবিষ্যতের স্বপ্ন।
দলের সদস্যরা মিলনায়তনে পুরষ্কার গ্রহনের সময় করতালিতে মুখর হয়ে ওঠে চারদিক। ক্ষণিকের জন্য মনে হচ্ছিল,এ যেন কোনো জাতীয় দলকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। সাফল্য যে কতটা অনুপ্রেরণা দেয়, সেটাই যেন চোখে চোখে ধরা পড়ছিল।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,
“এই জয় শুধু একটি প্রতিষ্ঠানের নয়, পুরো রাঙ্গুনিয়ার। নিয়মিত অনুশীলন আর শৃঙ্খলা থাকলে তোমরা আরও বড় মঞ্চে খেলবে, এটাই আমার বিশ্বাস।”
সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন। বাংলাদেশ স্কাউটস রাঙ্গুনিয়া'র যুগ্ম সম্পাদক এম. মোরশেদ আলম এর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, রাঙ্গুনিয়া সরকারি কলেজ এর ক্রীড়া শিক্ষক মোতাহের হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব ও সদস্য ইকবাল আহমেদ বেলাল। আলোচনা সভা শেষে ফুটবল দলের সবার হাতে ব্যাগ ও জার্সি উপহার হিসেবে তুলে দেন ইউএনও মো. কামরুল হাসান।