রাঙ্গুনিয়ায় দ্যা স্কলার্স ফোরাম আয়োজিত ‘স্কলার বৃত্তি পরীক্ষা–২০২৫’ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। বহুনির্বাচনী পদ্ধতিতে অনুষ্ঠিত এ পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠান রবিবার (৩০ নভেম্বর) বিকেলে রাঙ্গুনিয়া এডুএইড মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্যা স্কলার্স ফোরাম রাঙ্গুনিয়ার আহ্বায়ক আবদুল গফুর। সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শাহ্ শাওন এর সঞ্চালনায় বক্তব্য দেন ফোরামের যুগ্ম আহ্বায়ক কালুশাহ্, সদস্য সচিব কাজী আহসান উদ্দিন, যুগ্ম সদস্য সচিব মো. নবীর হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী হোসাইন, সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন, মোহাম্মদ খোরশেদ আলম, আজগর হোসেন ও টিটু সেন প্রমুখ।
ফোরাম সূত্রে জানা যায়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে মোট ৭২টি বিদ্যালয়ের ১,৫৬৫ জন শিক্ষার্থী স্কলার বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে তৃতীয় শ্রেণিতে ৪৩৩ শিক্ষার্থীর মধ্যে ১৩ জন ট্যালেন্টপুল এবং ৪২ জন সাধারণ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। চতুর্থ শ্রেণির ৫৫৬ পরীক্ষার্থীর মধ্যে ১৭ জন ট্যালেন্টপুল ও ৪৭ জন সাধারণ গ্রেডে বৃত্তির যোগ্যতা অর্জন করে। পঞ্চম শ্রেণিতে ৫৭৬ শিক্ষার্থীর মধ্যে ১৭ জন ট্যালেন্টপুল এবং ৪০ জন সাধারণ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। মোট পরীক্ষার্থীর ভিত্তিতে ৩ শতাংশ শিক্ষার্থী ট্যালেন্টপুল, আর ৮.২৫ শতাংশ শিক্ষার্থী সাধারণ গ্রেডে উত্তীর্ণ হওয়ায় সর্বমোট ১১.২৫ শতাংশ শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। দ্যা স্কলার্স ফোরাম জানায়, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হবে আগামী ৯ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানে।