আব্বাস হোসাইন আফতাব :
সোমবার (১ ডিসেম্বর) বিকেলের শেষ রোদের আভা যেন উপজেলা পরিষদ চত্বরে একটু ভিন্ন আলো এনে দিয়েছিল। নরম সোনালি রোদে ঝলমল করা পরিবেশে অপেক্ষা ছিল রাঙ্গুনিয়ার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল হাসানের আগমনের। বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা পরিষদের করিডোরে এক অনাড়ম্বর, কিন্তু আন্তরিক পরিবেশে তিনি দায়িত্ব গ্রহণ করেন। বিদায়ী ইউএনও মো. কামরুল হাসান হাসিমুখে স্বাগত জানান তার উত্তরসূরীকে। দুই প্রশাসনিক কর্মকর্তার মধ্যকার সেই হাত মেলানোর মুহূর্তে ছিল দায়িত্ব, অভিজ্ঞতা আর নতুন প্রত্যয়ের এক সুন্দর সমন্বয়। কক্ষের ভেতর উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) দেবব্রত দাশসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানরা। যেন পরিবারের মতো ঘনিষ্ঠ একটি মহলনতুন ইউএনওকে স্বাগত জানানোর উচ্ছ্বাসে সবার চোখেই ছিল ভবিষ্যতের আশাবাদ। এদিকে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, সহসভাপতি আব্বাস হোসাইন আফতাব এবং সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী উপস্থিত থেকে নতুন ইউএনওকে শুভেচ্ছা জানান। আলোচনায় উঠে আসে রাঙ্গুনিয়ার উন্নয়ন, সেবা নিশ্চিতকরণ ও তরুণ প্রশাসকের সম্ভাবনাময় পরিকল্পনার নানা দিক। দায়িত্ব গ্রহণের পর মোহাম্মদ নাজমুল হাসান সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানান, “মানুষের সেবা করাই হবে আমার প্রথম এবং প্রধান দায়িত্ব। রাঙ্গুনিয়াকে উন্নয়ন ও প্রশাসনিক সুশাসনের নতুন পর্যায়ে নিতে সবার সহযোগিতা চাই।”
বিদায়ী ইউএনও কামরুল হাসানের চোখে ছিল দায়িত্ব শেষ করার সন্তুষ্টি। তিনি বলেন, “রাঙ্গুনিয়ার মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে, তা মনে রাখার মতো। নতুন ইউএনও এই ভালোবাসাকে আরও বড় পরিসরে ছড়িয়ে দেবেন বলে বিশ্বাস করি।”
বিকেলের শেষ আলো যখন ক্রমে ম্লান হচ্ছিল, তখনো উপজেলা পরিষদ চত্বরে কর্মব্যস্ততা থামেনি। সবার মনে একটাই প্রত্যাশা,নতুন ইউএনওর মাধ্যমে রাঙ্গুনিয়ার প্রশাসনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে, মানুষের সেবায় যুক্ত হবে নতুন মাত্রা।