রাঙ্গুনিয়ার সিনিয়র সহকারী জজ আদালতের এডিশনাল সরকারি কৌসুলি (এডিশনাল জি.পি) হিসেবে নিয়োগ পেয়েছেন আইনজীবী মুহাম্মদ আবদুল কুদ্দুছ মানিক। গত ৩০ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন যুগ্মসচিব সানা মো. মাহরুফ হোসাইন।
আইন পেশায় এক দশকেরও বেশি সময় ধরে রাঙ্গুনিয়া চৌকি আদালতে দায়িত্ব পালন করছেন এডভোকেট মানিক। এর আগে তিনি চট্টগ্রাম জজ কোর্টে আইন পেশায় যুক্ত ছিলেন। বর্তমানে তিনি রাঙ্গুনিয়া আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এডভোকেট মানিক রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ি গ্রামের প্রবীণ শিক্ষক আবদুল কাদের এর একমাত্র সন্তান। তার এই অর্জনে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন। দায়িত্ব সঠিকভাবে পালনে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।