আব্বাস হোসাইন আফতাব : রোয়াজারহাট বাজার যেন সেদিন একটু বেশিই আলো,হাওয়ায় ভরে উঠেছিল। শেষ বিকেল, চারপাশে যেন অপেক্ষার স্নায়ুচাপ। প্রায় তিন বছর পর নিজের মাটিতে ফিরেছেন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সাবেক সহসম্পাদক মোহাম্মদ জীবন সিকদার। দীর্ঘ প্রবাসজীবন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরবেন,এই খবরে নেতা-কর্মীদের দৌড়ঝাঁপ শুরু।
সন্ধ্যার দিকে গাড়ি এসে থামতেই ভিড়ের ভেতর থেকে উচ্ছ্বাসের ঢেউ ছুটে আসে। মুহূর্তেই ঘিরে ধরেন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ফুলের মালা আর শুভেচ্ছায় জীবন সিকদারকে বরণ করে নেওয়ার দৃশ্যটিতে যেন মিশে ছিল দীর্ঘদিনের অপেক্ষার আবেগ, আবারও একসঙ্গে পথচলার প্রতিশ্রুতি।
রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী ফরহাদ আলম এর নেতৃত্বে বরণ আয়োজন হয়। তিনি বলেন, “জীবন দেশে ফিরেছেন,এটা আমাদের জন্য আনন্দের ব্যাপার। তাকে স্বাগত জানাতে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে ছুটে এসেছে। পুরো অনুষ্ঠানটা পরিণত হয়েছে এক ধরনের মিলনমেলায়।”
রোয়াজারহাট থেকে মিছিল বের হয়ে মডেল থানা পর্যন্ত যান নেতা-কর্মীরা। পতাকা, স্লোগান আর উচ্ছ্বাসে সেদিনের সন্ধ্যা যেন হয়ে ওঠে উৎসবের। সব পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিতিতে প্রাণ ফিরে পায় রাস্তাঘাট। কেউ হাতে ফুল, কেউবা ব্যানার, সবাই যেন ফিরে পাওয়া এক নেতাকে ঘিরে দাঁড়িয়েছে একই আবেগে।
দীর্ঘ প্রবাসজীবনের ক্লান্তি পেরিয়ে জীবন সিকদারও ছিলেন উচ্ছ্বসিত। পরিচিত মুখগুলো দেখে, নিজের এলাকার মানুষের ভালোবাসা ছুঁয়ে গিয়েছিল তাকে। সেই উষ্ণতা যেন তাকে আবারও নতুন কর্মউদ্যমে ফিরিয়ে দিল।
সেদিন রোয়াজারহাট আর থানা সদরের বাতাসে ছিল ঘরে ফেরার গন্ধ এক নেতাকে বরণ করতে এগিয়ে আসা মানুষের ভালোবাসার গল্প।