
নূরের আলো যুব একতা সংঘের দ্বি-বার্ষিক নির্বাচন আজ ৫ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে কার্যকরী পরিষদের ৬টি পদে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সংগঠন সূত্রে জানা গেছে, গত কার্যকরী কমিটির মেয়াদ শেষে নতুন নেতৃত্ব বাছাইয়ে এবারও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে প্রার্থীরা নিজ নিজ অবস্থান তুলে ধরে সদস্যদের সমর্থন আদায় করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পদভিত্তিক প্রার্থীদের তালিকা সভাপতি পদে- সৈয়দ মো. ফাহিম, নাজমুল ইসলাম আবিদ, সাধারণ সম্পাদক পদে-নাজমুল আমিন তারেক, আবদুর রহমান, রকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে ইনতিসার উদ্দিন, শাকিবুল ইসলাম শাকিব, অর্থ সম্পাদক পদে সাহেদুল ইসলাম সাহেদ, সাজেদুল আলম আজমীর, প্রচার সম্পাদক পদে সোহানুল ইসলাম সোহান, শাহরিয়া হোসাইন,দপ্তর সম্পাদক পদে আসিফ আনোয়ার,রিদোয়ান হোসেন সিফাত,ইয়াছিন আরফাত, আব্দুল্লাহ আল মনছুর। নির্বাচন পরিচালনা পরিষদ আহ্বায়ক আজগর হোসেন, সদস্য সচিব নাছের উদ্দীন। নির্বাচন পরিচালনা পরিষদ জানিয়েছে, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।