আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস–২০২৫ উদযাপন উপলক্ষে রাঙ্গুনিয়ার মানবিক যুব সংগঠন উদ্দীপ্ত যুব সংঘ রাঙ্গুনিয়া একটি সেমিনারের আয়োজন করেছে। আজ ৫ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টায় রাঙ্গুনিয়া প্রেস ক্লাব হলরুম, ইছাখালিতে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
“মানবিক দায়িত্ব ও স্বেচ্ছাসেবা: আজকের চ্যালেঞ্জ, আগামীর সম্ভাবনা” শীর্ষক এ সেমিনারে স্বেচ্ছাসেবার বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ সম্ভাবনা এবং মানবিক কার্যক্রমে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা হবে।
সংগঠনটির নেতৃত্ব জানায়, মানবতা, শিক্ষা, নেতৃত্ব, ক্রীড়া, সংস্কৃতি ও সহমর্মিতার মাধ্যমে আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে উদ্দীপ্ত যুব সংঘ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ধারাবাহিকতায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়েছে।
আয়োজক পক্ষ আরও জানায়, সেমিনারে অতিথিদের মূল্যবান মতামত ও দিকনির্দেশনা তরুণ স্বেচ্ছাসেবকদের অনুপ্রাণিত করবে। অতিথিদের অংশগ্রহণ সেমিনারকে আরও প্রাণবন্ত করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
উদ্দীপ্ত যুব সংঘের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। যোগাযোগ: 01608-284843।