রাঙ্গুনিয়ার শিলক জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কুরআন, দোয়া মাহফিল এবং এতিম- মিসকিনদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত শিলক মিনা গাজীর টিলা পুরাতন জামে মসজিদ সংলগ্ন ইমাম আবু হানিফা (রহ.) হেফজখানা ও এতিমখানায় এ কর্মসূচি পালিত হয়। বাদ আসর খতমে কুরআন, বাদ মাগরিব দোয়া মাহফিল এবং পরে এতিমখানার শিক্ষার্থী, মিসকিন ও মুসল্লীদের মাঝে ছাগল ছদকা দিয়ে রান্না করা খাবার পরিবেশন করা হয়।
কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ এবং বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবনী তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিলক জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি মো. আনোয়ার ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদ, ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তব্য রাখেন– উপদেষ্টা মো. জাবেদ হোসেন চৌধুরী, শিলক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোকাররম হোসেন চৌধুরী বান্টু, উপদেষ্টা ও সমন্বয়ক, এবং জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক মো. জামাল উদ্দিন, উপদেষ্টা মো. আব্দুল গফুর, বিএনপি নেতা মো. জাফর আহমেদ,
শিলক ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. আয়ুব আলী, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. জামশেদ আলী মেম্বার, উপদেষ্টা মো. লেয়াকত আলী, চট্টগ্রাম উত্তরজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি বাবর আলম তালুকদার, চট্টগ্রাম উত্তরজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সহ-সভাপতি মো. আবুল হোসেন চৌধুরী, চট্টগ্রাম মহানগর জিয়া মঞ্চের সদস্য মো. আবুবকর ছিদ্দিক,শিলক ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি খায়েজ আহমদ বাচা, অর্থ সম্পাদক কছিম উদ্দিন কুসুম, সহ–অর্থ সম্পাদক শহিদুল হাসান চৌধুরী, প্রচার সম্পাদক মো. নুরুল আবছার সিকদার, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জমির উদ্দিন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. কামাল উদ্দিন, প্রবাস থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন উপদেষ্টা মো. আখতার হোসেন আলমগীর, সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদ পারভেজ তারেক, নীতি-নির্ধারক মো. জিয়া উদ্দিন বাবুল, নীতি-নির্ধারক মো. এরশাদ সিকদার এবং মো. মোরশেদুল আলম।
পরিষদের নতুন চার সদস্য আনুষ্ঠানিকভাবে সংগঠনে যুক্ত হন— সাইফুল ইসলাম, বেলাল হোসেন, মো. নজরুল ইসলাম এবং মো. শামসুল আলম। কর্মসূচির সার্বিক অর্থায়ন করেন সভাপতি আনোয়ার ইসলাম, নির্বাহী সদস্য লোকমান হোসেন এবং মো. রফিক।
বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাইকে যার যার অবস্থান থেকে দোয়া করার আহ্বান জানান বক্তারা। তারা বলেন, প্রবাসী ঐক্য পরিষদ সবসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে গরীব, অসহায় ও মেহনতি মানুষের পাশে কাজ করে যাচ্ছে। এই মানবিক সেবা যেন আল্লাহ কবুল করেন এবং এই দানের উসিলায় বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে জাতির কল্যাণে পুনরায় কাজ করার সুযোগ পান—এই প্রার্থনা করেন বক্তারা।