নিজস্ব প্রতিবেদক:
পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেস ক্লাব এখন সম্পূর্ণ সিসিটিভি ক্যামেরার আওতায় এসেছে। ক্লাবের নিরাপত্তা নিশ্চিত করা ও সার্বিক কর্মকাণ্ড আরও স্বচ্ছ রাখতে আধুনিক সিসিটিভি মনিটরিং ব্যবস্থা স্থাপন করার ব্যবস্থা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও রাঙ্গুনিয়া পৌরসভার প্রশাসক দেবব্রত দাশ।
প্রেস ক্লাব সূত্রে জানা যায়, প্রধান প্রবেশদ্বারসহ গুরুত্বপূর্ণ সব স্থানে হাই-রেজোলিউশন সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি নিয়মিত মনিটরিংয়ের জন্য আলাদা নিয়ন্ত্রণ ব্যবস্থাও স্থাপন করা হয়েছে।
রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার ও সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী জানান, “প্রেস ক্লাবের নিরাপত্তা সবসময়ই গুরুত্বপূর্ণ। সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ এর সহায়তায় আমরা অত্যন্ত স্বল্প সময়ে পুরো সিসিটিভি প্রকল্প বাস্তবায়ন করতে পেরেছি। এতে সাংবাদিকদের কর্মপরিবেশ আরও সুরক্ষিত হবে।”
সাংবাদিকরা মনে করছেন, এ উদ্যোগ শুধু নিরাপত্তাই বাড়াবে না, ভবিষ্যতে যেকোনো ঘটনার সত্যতা যাচাইয়েও সহায়ক হবে।