নিজস্ব প্রতিনিধি
“মানবিক দায়িত্ব ও স্বেচ্ছাসেবা : আজকের চ্যালেঞ্জ, আগামীর সম্ভাবনা” প্রতিপাদ্য সামনে রেখে রাঙ্গুনিয়ায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন করেছে স্থানীয় মানবিক সংগঠন উদ্দীপ্ত যুব সংঘ। এ উপলক্ষে শুক্রবার (৫ ডিসেস্বর)বিকেলে রাঙ্গুনিয়া প্রেস ক্লাব কনফারেন্স রুমে সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খ্রীস্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার পরিচালক ডা. প্রবীর খিয়াং। প্রধান আলোচক ছিলেন যুগান্তর স্বজন সমাবেশ, রাঙ্গুনিয়ার সভাপতি সনজীব সুশীল। সেমিনার উদ্বোধন করেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী। সভাপতিত্ব করেন উদ্দীপ্ত যুব সংঘের সভাপতি রবিউল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাজমুল করিম ফরহাদ। সেমিনারে মানবিকতা ও স্বেচ্ছাসেবা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের উপদেষ্টা শিক্ষক এম. মোরশেদ আলম।
বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার জাহেদুর রহমান,মানবাধিকার বাস্তবায়ন সংস্থার রাূঙ্গুনিয়ার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আজাদ,সাবেক ব্যাংকার গোলাম মোস্তফা সিরাজী,সংগঠক ও মানবাধিকার নেতা ইকরাম হোসাইন সোহেল, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্বাস হোসাইন আফতাব, সংগঠক ইসমাইল হোসেন নয়ন, সেতুল মির্জা, শিক্ষক লিয়াকত আলী, সমাজকর্মী মুবিন উদ্দীন। সেমিনারে বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা বলেন, মানবিক দায়িত্ব পালন ও স্বেচ্ছাসেবার মাধ্যমে সমাজ বদলে দেওয়ার শক্তি যুবসমাজের মধ্যেই নিহিত। সমাজের প্রতিটি স্তরে সহযোগিতা, সহানুভূতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবকদের অগ্রণী ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।