নিজস্ব প্রতিনিধি রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সাইর মোহাম্মদপাড়া গ্রামে শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে রান্নাঘরের চুলার আগুনের কারণে পুড়ে গেছে একটি বসতঘর। ওই ঘরে থাকা তিনটি পরিবার গৃহহীন হয়েছেন।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের টিম লিডার মো. জাহেদুর রহমান জানান, চার কক্ষবিশিষ্ট কাঁচা দেয়াল ও টিনের ছাউনিবিশিষ্ট ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ৩ জন মো. রফিক, মাসুদ ও রেজাউল করিম। প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা।