নূরের আলো যুব একতা সংঘের আয়োজনে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নূরের আলো সুপার লীগ–২০২৫’ রাত্রিকালীন শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট। এলাকায় জনপ্রিয় এই রাত্রীকালীন ক্রিকেট আসরের নতুন মৌসুম শুরু হবে ১৯ ডিসেম্বর (শুক্রবার)।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ২০ হাজার টাকার বেশি এবং রানার্স আপ দল পাবে ১২ হাজার টাকার বেশি পুরস্কার। অংশগ্রহণের জন্য এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে ২,৫৯৯ টাকা।
আগ্রহী দলগুলোর জন্য ফরম জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর ২০২৫। আয়োজক কমিটি জানিয়েছে, টুর্নামেন্টে তাদের কোনো সদস্য দল বা খেলোয়াড় হিসেবে অংশ নেবে না।
খেলা অনুষ্ঠিত হবে সৈয়দবাড়ি জামে মসজিদ সংলগ্ন মাঠে, রাঙ্গুনিয়া থানার পাশের রাস্তায়। মিডিয়া পার্টনার- পাক্ষিক চলমান রাঙ্গুনিয়া
রাত্রিকালীন উত্তেজনাপূর্ণ শর্ট পিচ ক্রিকেটের এই মৌসুমে অংশ নিতে দলগুলোকে দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। যোগাযোগ -8801893339295