
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. নাজমুল হাসান। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনে যোগদানের পর তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানায় রাঙ্গুনিয়া কর্মচারী ক্লাবের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন কর্মচারী ক্লাবের সভাপতি সমীর কান্তি চক্রবর্ত্তী, সহ-সভাপতি নাছির মাহমুদ, সাধারণ সম্পাদক নেভী আক্তার, সদস্য বীনা পানি বড়ুয়া, জয়শ্রী নাথ, নাজিম উদ্দীন, রনজিৎ দাশ, আবদুল মালেক, জসিম উদ্দিন, ফরিদুল আলম, জিয়াউল হক, তনয় চাকমা, ইকবাল মোহাম্মদ মোরশেদ, আল ইসলাম, সাইদুল ইসলাম, জাকির হোসেন, দেলোয়ার হোসেন, সায়েম চৌধুরী, শাহ এমরান, শহীদুল ইসলাম প্রমুখ। কর্মচারী ক্লাবের নেতারা নবাগত ইউএনওকে রাঙ্গুনিয়ার সার্বিক উন্নয়ন, সেবামুখী প্রশাসন ও জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।