রাঙ্গুনিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম সূজা উদ্দীন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খোরশেদ আলম।
বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরমান হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, চট্টগ্রাম উত্তর জেলা শিক্ষক সমিতির সভাপতি তৌহিদুল ইসলাম টিপু, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আজাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন কমিটির সিনিয়র সহসভাপতি অধ্যাপক অসীম কুমার শীল, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, প্রধান শিক্ষক মো. আইয়ুব, মাওলানা রহমত উল্লাহ, টুম্পা সাহা, সিমসন চাকমা, মো. নাজিম উদ্দীন প্রমুখ।
বক্তারা দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা এবং ব্যক্তিগত সততার চর্চা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।