
রাঙ্গুনিয়ার মানুষের ভালোবাসা ও আস্থার জায়গা হয়ে উঠছে SRN Sazzad’s Cake, যেখানে প্রতিটি কেকই তৈরি হয় ঘরের উষ্ণতা, যত্ন আর বিশুদ্ধতার সাথে।
বাইরের দোকানের কেক নয়, এখানে প্রতিটি কেক বানানো হয় ফ্রেশ উপকরণ দিয়ে, সম্পূর্ণ স্বাস্থ্যকর পরিবেশে।
জন্মদিন, বিয়ে, বেবি শাওয়ার থেকে শুরু করে ছোট-বড় যেকোনো আয়োজনে কেক এখন আর ঝামেলার বিষয় নয়,কারণ SRN Sazzad’s Cake রয়েছে আপনার দোরগোড়ায়। ভ্যানিলা, চকোলেট, রেড ভেলভেট, রসমালাই, বাটারস্কচসহ নানা স্বাদের কেকের পাশাপাশি রয়েছে মিনি ও বড় জার কেক, সুইস রোল, মাফিন, টাব কেক, ভেন্টু কেক ও পিজ্জা।
যাদের দরকার বিশেষ সাজের কেক,তাদের জন্য রয়েছে আকর্ষণীয় থিম কেক। শিশুর গাড়ি, স্পাইডারম্যান, ফুটবল থেকে শুরু করে যেকোনো কাস্টম ডিজাইন,আপনার চাহিদামতো তৈরি করা হয় অনন্য সুন্দর কেক।
রাঙ্গুনিয়ার যেকোনো জায়গায় ডেলিভারি, চট্টগ্রামের গ্রাহকদের জন্য আগাম অর্ডারের সুবিধা, আর জরুরি অবস্থায় মাত্র ৩ ঘণ্টার নোটিশ,সব মিলিয়ে এটি এখন রাঙ্গুনিয়ার অন্যতম বিশ্বস্ত ঘরোয়া কেক সার্ভিস।
উদ্যোক্তা মমো. সাজ্জাদ এর ভাষায়
“নিজেদের সন্তানদের যেভাবে খাবার তৈরি করি, ঠিক সেই যত্নেই আমরা প্রতিটি কেক বানাই।”
প্রিয়জনকে দিতে চান মিষ্টি এক চমক ?
আজই যোগাযোগ করুন- 01872336749 / 01623174278
অথবা ফেসবুক পেজে নক দিন: SRN Sazzad’s Cake