
নিজস্ব প্রতিনিধি:
রাঙ্গুনিয়া মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আরমান হোসেন। গত রোববার তিনি দায়িত্ব গ্রহণ করেন। নতুন ওসিকে ফুল দিয়ে স্বাগত জানান থানার কর্মকর্তা ও সদস্যরা।
এর আগে আরমান হোসেন কক্সবাজারের কুতুবদিয়া থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়।
দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, রাঙ্গুনিয়ার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে কঠোরভাবে কাজ করবেন। পাশাপাশি শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।