
নিজস্ব প্রতিবেদক:
রাঙ্গুনিয়ায় একদিনে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার(১০ ডিসেম্বর) রাতে উপজেলার মরিয়মনগর ইউনিয়নে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ এবং বৃহস্পতিবার(১১ ডিসেম্বর) সকালে লালানগর ইউনিয়নের আমড়াকাটা এলাকার রাস্তার পাশে এক অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।
মৃত কলেজছাত্রীর নাম উম্মে রশ্মি সায়রা (১৭)। তিনি মরিয়মনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড রাশিদিয়া পাড়ার ওমর শরীফের মেয়ে এবং কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের সদস্যরা জানান, বুধবার দুপুরে সায়রা তার ছোটবোন তাওরাত আকতারকে সঙ্গে নিয়ে ঘরে বসে মোবাইলে নাটক দেখছিলেন। এসময় তাদের বাবা ঘরে এসে বকাবকি করেন এবং সায়রার হাত থেকে মোবাইল নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলেন। পরে অভিমান করে দুই বোন নিজ কক্ষে চলে যায় এবং ঘুমিয়ে পড়ে।
সন্ধ্যায় ছোটবোন ঘুম থেকে উঠে দেখেন ঘরের বাতি নিভানো এবং সায়রা সিলিং ফ্যানের সঙ্গে চাদর দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। পরিবারের লোকজন পরে উদ্ধার করে দ্রুত তাকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের আলমশাহ পাড়া ৮ নম্বর ওয়ার্ড আমড়াকাটা রাস্তার মাথা থেকে ৬৫ বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি আরমান হোসেন জানান,“কলেজছাত্রীর মৃত্যুর ঘটনায় লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে।”
অজ্ঞাত বৃদ্ধের লাশ সম্পর্কে তিনি বলেন,
“মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার শার্টের পকেটে কিছু ওষুধ ছিল এবং সাথে কোনো শীতবস্ত্র ছিল না। ধারণা করা হচ্ছে, তিনি পূর্ব থেকে অসুস্থ ছিলেন এবং শীতের তীব্রতায় স্ট্রোকজনিত কারণে মারা যেতে পারেন। লাশ মর্গে পাঠানো হয়েছে।”
একদিনে দুই লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে।