রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদনগরে জলবায়ু সহিষ্ণু কার্প মিশ্রচাষ প্রযুক্তির ফলাফল প্রদর্শন উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় এ প্রদর্শনী আয়োজন করা হয়।বৃহষ্পতিবার (১১ ডিসেম্বর) সকালে মুরাদনগর এলাকার চাষী মো.তৈয়ব উদ্দিন খানের পুকুরপাড়ে মাঠ দিবসের আয়োজন করা হয়। মাঠ দিবসের প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ। মৎস্য দপ্তরের ফিল্ড অ্যাসিসটেন্ট মো. ওবাইদুল হক এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইমরুল কায়েস। সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সহসভাপতি আবুল কালাম আজাদ, সমাজসেবক জাহাঙ্গীর আলম খোকন, মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যাপক ইলিয়াছ খান ও চাষি মো. তৈয়ব উদ্দিন খান।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্প মিশ্রচাষ একটি টেকসই ও লাভজনক প্রযুক্তি। এতে স্থানীয় চাষিরা উপকৃত হবেন বলে তাঁরা আশা প্রকাশ করেন।