আব্বাস হোসাইন আফতাব:
চিত্রনায়ক শাকিল খান,বাংলা সিনেমার এক পরিচিত মুখ। অ্যাকশন আর রোমান্টিক চরিত্রে দর্শকের হৃদয় জয় করা এই নায়কের সঙ্গে জড়িয়ে আছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া কলেজের এক বিস্ময়কর অধ্যায়। অনেকের কাছেই বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও সত্য হলো,শাকিল খান স্নাতক পর্যায়ে পড়াশোনা করেছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া কলেজে।
কলেজের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে তোলা শাকিল খানের তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নতুন করে আলোচনায় আসে তাঁর রাঙ্গুনিয়া কলেজে পড়াশোনার বিষয়টি। কেউ কেউ মন্তব্যে এটিকে মিথ্যা বলেও আখ্যা দেন। সেই সন্দেহ আর কৌতূহলের অবসান ঘটাতেই উঠে এলো এক চমকপ্রদ সত্য কাহিনি।
কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. ইফতেখার হোসাইন বলেন, " ৯ ডিসেম্বর দুপুরের দিকে রাঙ্গুনিয়া সরকারি কলেজে একটি সাদা রঙের প্রাইভেট কার এসে থামে। গাড়ি থেকে নেমে একজন ভদ্রলোক অধ্যক্ষের কার্যালয়ের দিকনির্দেশনা জানতে চান। তাকিয়ে আমি বিস্মিত,তিনি চিত্রনায়ক শাকিল খান। আমি প্রশ্ন করার আগেই তিনি ফিল্মি স্টাইলে হেসে বললেন, “হ্যাঁ, আমি শাকিল খান।”
তিনি এসেছিলেন তাঁর স্নাতক পাস,সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টের বিষয়ে অধ্যক্ষের সঙ্গে দেখা করতে। অধ্যক্ষের কক্ষে তিনি তাঁর ছাত্রজীবনের পরিচয়পত্র ও প্রাসঙ্গিক কাগজপত্র প্রদর্শন করেন। সেখানেই শুরু হয় তাঁর ছাত্রজীবন ও বেড়ে ওঠার গল্প।
শাকিল খানের বাড়ি বাগেরহাট জেলায় হলেও তাঁর বেড়ে ওঠা চট্টগ্রামেই। তিনি জানান, তাঁর বাবা চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় চাকরি ও ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সেই সুবাদে ছোটবেলা থেকেই চট্টগ্রামের পরিবেশে তাঁর জীবন গড়ে ওঠে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষাও তিনি সাবলীলভাবে বলতে পারেন।
শিক্ষাজীবনের ধারাবাহিকতায় তিনি ১৯৮৮ সালে পটিয়ার শাহ আমির উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। এরপর ১৯৯০ সালে নগরীর ওমরগনি এমইএস কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। উচ্চশিক্ষার জন্য ভর্তি হন রাঙ্গুনিয়া কলেজে এবং সেখান থেকেই ১৯৯২ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
৯ ডিসেম্বর, রাঙ্গুনিয়া কলেজে রোভার স্কাউটের একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছিল। কলেজের প্রাক্তন ছাত্র হিসেবে চিত্রনায়ক শাকিল খানকে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথির আসনে বসিয়ে সম্মাননা প্রদান করা হয়। শিক্ষার্থী ও অতিথিরা আগ্রহের সঙ্গে তাঁর বক্তব্য শোনেন।
ভাইরাল ছবি আর নানা মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকা সত্যটি আজ স্পষ্ট,চিত্রনায়ক শাকিল খান সত্যিই রাঙ্গুনিয়া কলেজের গর্বিত প্রাক্তন ছাত্র। আলো,ঝলমলে চলচ্চিত্রজগতের বাইরে তাঁর ছাত্রজীবনের এই অধ্যায় রাঙ্গুনিয়া কলেজের ইতিহাসে যুক্ত হয়ে রইল এক অনন্য স্মৃতি হিসেবে।