রাঙ্গুনিয়ায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও একটি স্কুটিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৫ ডিসেম্বর) রাতে গোচরা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,শাহাদাত জব্বার তাজিদ (২২), ছোটন মাহাজন (২১) এবং অন্তর দে (২০)।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন জানান, গ্রেপ্তারদের দেহ তল্লাশির সময় ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। পরে তাদের থানা হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।