মহান বিজয় দিবস উপলক্ষে রাঙ্গুনিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপি নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন,শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা, প্রীতি ফুটবল ম্যাচ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া পৌরসভা অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান।
সভায় বক্তব্য দেন রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহাম্মদ বেলায়েত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেনসহ অন্যান্যরা।