মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলকে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। হেল্পিং হ্যান্ড চট্টগ্রাম (যুক্তরাষ্ট্র) প্রবাসীদের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে পাঁচ শতাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর থেকে দিনব্যাপি শিলক বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে বিনা মূল্যে চক্ষু পরীক্ষা, ছানি ও অন্যান্য চোখের রোগ শনাক্তকরণ, ছানি অপারেশন, প্রয়োজন অনুযায়ী চশমা ও ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা ও ব্লাড গ্রুপিং সেবাও দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেল্পিং হ্যান্ড চট্টগ্রাম চ্যাপ্টারের ডিরেক্টর মোহাম্মদ মোস্তফা মনোয়ার মুন্না, সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি কলামিস্ট মো. মুসা খাঁন, জামাল উদ্দিন তালুকদার এবং শিলক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাবেদ হোসেন তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
রাঙ্গুনিয়াসহ বিভিন্ন উপজেলায় তারা নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করছেন। করোনাকালেও মানুষের পাশে ছিলেন তারা। শারীরিকভাবে প্রতিবন্ধীদের কৃত্রিম হাত-পা সংযোজনসহ ভবিষ্যতে আরও বড় পরিসরে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে।
এ ধরনের উদ্যোগে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।