
রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবল আলম মুজিবের ছোট ভাই জানে আলম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের মৃত্যুতে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুম জানে আলমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
শোকবার্তায় আল্লাহ তায়ালার কাছে মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করার এবং শোকাহত পরিবারকে এ শোক সইবার শক্তি দানের জন্য দোয়া করা হয়।