আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী চট্টগ্রাম–০৭ (রাঙ্গুনিয়া) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার হাত থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাসান মুরাদ, সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, যুব বিভাগের আহবায়ক সরোয়ার হোসেন, সেক্রেটারি মহিউদ্দিন বাবু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ফরহাদ প্রমুখ।