
বুধবার (২৪ ডিসেম্বর) রাঙ্গুনিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ইউএনও কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে রাঙ্গুনিয়ার ক্রীড়াঙ্গনের উন্নয়ন, তরুণ সমাজকে খেলাধুলায় আরও সক্রিয় করা, ক্রীড়া অবকাঠামো উন্নয়ন এবং নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ইউএনও ক্রীড়াবান্ধব রাঙ্গুনিয়া গড়ে তুলতে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন, সংস্থার সদস্য ইকবাল আহমেদ বেলাল, রিদোয়ান কাদের ও সাংবাদিক আব্বাস হোসাইন আফতাাব।