রাউজান পাওয়ার প্লান্টের (আরপিপি) বিকল একটি দৈত্যাকার ট্রান্সফরমার সংস্কারের উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার পথে কাপ্তাই সড়কে তিন দিন ধরে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শতাধিক চাকা বিশিষ্ট বিশেষ একটি ভারী যান দিয়ে ট্রান্সফরমারটি রাঙ্গুনিয়ার গোডাউন ওয়াশা জেটি হয়ে নৌপথে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তিন দিন আগে রাউজান থেকে যাত্রা শুরু করা গাড়িটিতে ট্রান্সফরমার তুলতেই বিশাল ক্রেনের সাহায্যে প্রায় দুই দিন সময় লেগেছে। এরপর ধীরগতিতে অগ্রসর হতে হতে গাড়িটি নোয়াগাঁও এলাকায় পৌঁছালে চাকা ফেটে গিয়ে যানটি বিকল হয়ে পড়ে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে গাড়িটি ওই স্থানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এদিকে, ট্রান্সফরমার বহনকারী এই বিশাল গাড়ির কারণে কাপ্তাই সড়কের বড় একটি অংশজুড়ে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। কয়েক কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটে আটকে পড়েন যাত্রী ও চালকেরা। পাশাপাশি আশপাশের বিকল্প সড়কগুলোতেও যানজট ছড়িয়ে পড়ে। অতিরিক্ত যানবাহনের চাপে ধুলাবালিতে পরিবেশেরও অবনতি ঘটে।
তবে দায়িত্বে থাকা শ্রমিক আবদুল আওয়াল বলেন, পরিস্থিতি স্বাভাবিক থাকলে রাতের মধ্যেই ট্রান্সফরমারটি গোডাউন এলাকায় নেওয়া সম্ভব হবে। তবে সেটি নামাতে আরও এক থেকে দুই দিন সময় লাগতে পারে।