
মধ্যরাতে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আনুমানিক ২৫ লাখ টাকার সম্পত্তি পুড়ে গেছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে উপজেলার বেতাগী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মধ্য বেতাগী গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতঘরটি আবু তাহের (৬৫), মো. ইব্রাহিম (৬২), মো. ইসরাইল (৫৫) ও আবু মোহাম্মদ (৭০) এই চার ভাইয়ের মালিকানাধীন বলে জানা গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘর অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
অগ্নিকাণ্ডে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও বিভিন্ন ব্যবহার্য সামগ্রী সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।