নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচন আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে নিয়মিত টহলের অংশ হিসেবে রাঙ্গুনিয়ার ইসলামপুর ও রাজানগর ইউনিয়নে টহল পরিচালনা করা হয়েছে।
এ সময় রাঙ্গুনিয়া থানা পুলিশের একটি দল এবং রাঙ্গুনিয়া সেনাবাহিনীর ক্যাম্পের দুই প্লাটুনের টহল দল উপস্থিত ছিল। যৌথ টহলের মাধ্যমে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সতর্ক অবস্থান নেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ বলেন, “নির্বাচন চলাকালে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। আইনশৃঙ্খলা বাহিনী এবং টহল দল সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে ও প্রতিদিন করবে।”